সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক নেতা, অভিযোগ করায় সহকর্মীকে মারধর

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক নেতা, অভিযোগ করায় সহকর্মীকে মারধর
শিক্ষক নেতা মজনুর রহমান (বাঁয়ে), ও শিক্ষক রবিউলের দেহে আঘাতের চিহ্ন।

যশোরের মনিরামপুরে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির অভিযোগ তুলে সহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক নেতা মজনুর রহমানের বিরুদ্ধে। 

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ইউএনও’র কাছে এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


রবিউলের অভিযোগ, অভিযুক্ত মজনুর রহমান দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে আসেন না। মাঝে মাঝে এলেও ক্লাস না নিয়ে শুধুমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। ইউএনও পরিদর্শনের সময় মজনুর উপস্থিত না থাকায় তিনি বিষয়টি ইউএনওকে জানান।

রবিউল দাবি করেন, ইউএনও চলে যাওয়ার পর মজনুর রহমান স্কুলে এসে তাঁকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন এবং রাতে থানায় একটি এজাহার দাখিল করেন।

অভিযোগ অস্বীকার না করে মজনুর রহমান বলেন, ‘মাথা ঠিক ছিল না, একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’ তবে তিনি দাবি করেন, সেদিন তাঁর ক্লাস ছিল এবং ক্লাস শেষে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে গিয়েছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ‘মজনুর রহমান স্কুলে আসেন।’ এর বাইরে তিনি মন্তব্য করতে রাজি হননি।


বিজ্ঞাপন


ইউএনও নিশাত তামান্না জানান, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি মজনুর রহমানকে অনুপস্থিত পান। পরে শিক্ষক রবিউল ইসলামের কাছ থেকে মারধরের অভিযোগপত্রসহ চিকিৎসা সনদ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর