ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
বিজ্ঞাপন
কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, তাকাফুল ইসলাম সৈকত, এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ইব্রাহিম শেখ সনিম, মারুফ রহমান, মোহাম্মদ আলী, শাহরিয়ার ইমন, সিয়াম সিদ্দিকী, আব্দুল্লাহ আল মারুফ, মুন্না, রাদিউল্লাহ শেখ আনাস, সামিয়া ইসলাম স্নেহা, হাসিবুল হাসান, তানভীর আহম্মেদ, সাজিদ হাসান, ইমতিয়াজ উদ্দিন ইমন, সিয়াম আলী, শান্ত ইসলাম, আশিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে ছাত্রদল নেতারা বক্তব্য প্রদান করেন এবং শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিনিধি/একেবি

