শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

খেলার সময় ডিজেল পানে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ০৩:২৪ এএম

শেয়ার করুন:

খেলার সময় ডিজেল পানে শিশুর মৃত্যু

ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামে ডিজেল পানে মারদিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরটির মারা যায়।

নিহত মারদিয়া খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কৃষক মোখলেছুর রহমানের মেয়ে। 


বিজ্ঞাপন


পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে দিকে বাড়ীর উঠানে খেলাধুলা করছিল শিশু মারদিয়া। এসময় রান্নাঘরে প্রাচীরের স্পিরিডের বোতলে থাকা ডিজেল পান করে। অসুস্থ হয়ে পড়লে মুখ থেকে ডিজেলের গন্ধ পায় পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক্‌ ডা. মারভীন অনিক চৌধুরী বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর রাত সাড়ে ১১ টার দিকে মারদিয়াকে মৃত ঘোষণা করা হয়। বুধবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি লাশ সদর হাসপাতালে ছিল। 

প্রতিনিধি/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর