সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুর জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

Arrest

পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত দুইটায় জয়দেবপুরের উত্তর ছায়া বীথি এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের মেয়ে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এছাড়াও তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

আইভীকে গ্রেফতারে বাধা: পুলিশের মামলায় গ্রেফতার ৩

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, গ্রেফতার শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত‍্যা মামলার এজহারভুক্ত আসামি। এছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর এবং শ্রমিকদেরকে উসকানি দেয়ার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর