সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রায় দুই বছর পরে নওগাঁ জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন দেন। 


বিজ্ঞাপন


যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 

জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারও এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা যুবদল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিন মুক্তারকে সদস্য সচিব করে জেলা যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে যুবদল কেন্দ্রীয় কমিটি। আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন - এ কে এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন। আংশিক কমিটি অনুমোদন হওয়ার ২১ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো। 

কমিটিতে দেখা গেছে, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে ৫১ সদস্যের। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক ছয়জন এবং সদস্য করা হয়েছে ৪৩ জনকে। পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন - ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম, নাসিম ইকবাল। 


বিজ্ঞাপন


সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ‘পরিচ্ছন্ন ইমেজের’ যুব নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিতর্কিত কাউকে স্থান দেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামীতে জেলা যুবদলের কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর