সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপাচার্য বিরোধী আন্দোলনের মুখে ববির ১১ শিক্ষকের পদত্যাগ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

উপাচার্য বিরোধী আন্দোলনের মুখে ববির ১১ শিক্ষকের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ২৯ দিনের চলমান আন্দোলনের মধ্যে ১১ শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ মে) একদিনে পাঁচ শিক্ষক পদত্যাগ করেন। এর আগে, আন্দোলন চলাকালীন সময়ে আরও ৬ শিক্ষক পদত্যাগ করেছেন।


বিজ্ঞাপন


পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত কারণের উল্লেখ করেছেন। তবে পদত্যাগ করা শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এ পদক্ষেপ নিয়েছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক শাটডাউন চলমান থাকায় সরাসরি জমা দিতে ব্যর্থ হয়ে শিক্ষকরা মেইল করে পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

ববি উপাচার্যের অপসারণ চেয়ে বিক্ষোভ, মশাল মিছিল, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে মঙ্গলবার একদিনে পাঁচ শিক্ষক পদত্যাগ করেন। মঙ্গলবার (১৩ মে) ববির গেস্ট হাউজের আহ্বায়ক ও শেরে বাংলা হলের আবাসিক শিক্ষকের দুটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছে সহকারী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা। একই দিন শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মামুনুর রহমান ও সহকারী অধ্যাপক কবির হাসান পদত্যাগ করেছেন। এদিন পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন ও আইকিউএসি-র পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী।

এর আগে ০৭ মে শেরে বাংলা হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবদুল আলিম বাশার পদত্যাগ করেছেন। একই দিন ববির জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার ও শেরে বাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বশির পদত্যাগ করেন। এছাড়া ৮ মে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সুজন চন্দ্র পাল এবং কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ড. গাজী জহিরুল ইসলাম পদত্যাগ করেন। ৮ মে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী। এর আগে গত ২৯ এপ্রিল বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মেহেদী হাসান পদত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগকারী একাধিক শিক্ষক জানিয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিতে এ পদক্ষেপ নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনে তালা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই মধ্যে সোমবার শিক্ষার্থীদের ডাকা অ্যাকাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে ববিতে অচলাবস্থা বিরাজ করছে। পরীক্ষা চললেও শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়নি। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদের একাংশও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর