২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন কফিল প্রমুখ।
প্রতিনিধি/একেবি

