সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় মাছের গাড়ি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় মাছের গাড়ি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মাছের গাড়ি উল্টে অমল চন্দ্র (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) গোবিন্দগঞ্জ পৌর এলাকার গাইবান্ধা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত অমল চন্দ্র  গোবিন্দগঞ্জ পৌর শহরের ববনপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এ তথ্য নিশ্চিত করেছেন অমল চন্দ্রের প্রতিবেশী সুমন কুমার দাস। তিনি বলেন, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় গাইবান্ধা মোড়ে পৌঁছালে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির গরম পানি তার ওপরে পড়ে ঝলসে যায়। দ্রুত অমলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অমল চন্দ্রের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অমল চন্দ্রে মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর