মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

Drug

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামের খতিব উদ্দিনের ছেলে আজগর আলী ও তার স্ত্রী রাবেয়া বেগম।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) উসমান গণি।

আরও পড়ুন

গাইবান্ধায় ২৫২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে মাদকের একটি বড় চালান মহাসড়ক দিয়ে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি সহায়তায় সোমবার (১২ মে) দুপুরে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আজগর আলী ও তার স্ত্রীকে রাবেয়া বেগমকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার করা আলামতসহ মাদক কারবারিদের থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর