সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা সভাপতি গ্রেফতার, থানা ঘেরাও

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

police Station

নাশকতার মামলায় নেত্রকোনা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটকের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


thumbnail_1000075484

তাকে মুক্তি না দিলে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এরইমধ্যে দলটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

আরও পড়ুন

ববি ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেফতার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।


বিজ্ঞাপন


নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গত রোববার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতীদলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯৩ নম্বর এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর