চাঁদপুরে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে একটি তরবারিসহ মো. মুন্না (১৮) নামে দুষ্কৃতকারী ও মাদকসহ স্বপন হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সন্তোষপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত দুষ্কৃতকারী মো. মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি তরবারি।
অপরদিকে রোববার দিনগত রাতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পশ্চিম টোরাগড় নামক স্থান থেকে মাদক কারবারি স্বপন হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ফেনসিডিল এবং নগদ ৭ হাজার ২৫০ টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার ব্যক্তিদের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বরে জানান এ কর্মকর্তা।
প্রতিনিধি/ এজে

