সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা মেইল ডেস্ক, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়াতুল উপজেলার দক্ষিণ খিদিরপুর গ্রামের বাসিন্দা জাহিদ খানের একমাত্র ছেলে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


নিহতের স্বজনরা জানায়,শিশু আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ি থেকে প্রায় ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে গিয়ে একটি ডোবায় পড়ে যায়। 

পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এরপর প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই এলাকার বাসিন্দা নিহত আয়াতুলের নানা মো. জনবলি বলেন, আমার নাতিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চিপাখাল নামক স্থানে আয়াতুলের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম এটি খেলনার পুতুল। পরে আমার মেয়ে জান্নাত আক্তার কাছে গিয়ে দেখে সেটা তার শিশু ছেলে আয়াতুলের মরদেহ। সঙ্গে সঙ্গে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই,কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার আগেই পানিতে ডুবে প্রাণ গেছে শিশুটি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে পরবর্তীতে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর