সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় পাওনা টাকার বিরোধে যুবককে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পাওনা টাকার বিরোধে যুবককে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

নেত্রকোনার মদনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় রতন ফকির (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১২ মে) ময়মনসিংহ র‍্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, গতকাল রোববার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে রতন ফকিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রতন ফকির জেলার মদন উপজেলার মাহড়া গ্রামের ফকির বাড়ির মৃত মিজাজ আলীর ছেলে।

আর হত্যার শিকার মাজহারুল ইসলাম মাজু (৩৪) জেলার মদন উপজেলার মাহড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, পাওনা টাকা সংক্রান্ত বিরোধে জেরে মাজুর ওপর রতন ফকিরসহ অন্যান্য ক্ষিপ্ত ছিল। গত ২৯ মার্চ রাতে স্থানীয় সিংহের বাজার হইতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা রতন ফকিরসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে মাজু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ৪ এপ্রিল  সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আজিজুল ফকির বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি রতন ফকির ঘটনার পর থেকে পলাতক ছিল। 


বিজ্ঞাপন


এদিকে ঘটনার পর থেকে র‍্যাব পলাতক আসামিদের গ্রেফতারে তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করে। গত রোববার রাত ৯টার দিকে জেলার কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে। 

র‍্যাব কর্মকর্তা আশরাফুল কবির বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর