দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার সময় কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন - ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এনতাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) এবং একই উপজেলার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, তিনজন মোটরসাইকেলে কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইটভাটার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা কেউ জানাতে পারেনি। আহত ব্যক্তিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির নাম ফিরোজুল ইসলাম। তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

