বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে রোববার একটি খোলা চিঠি প্রদান করেছে। এরপর রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রতিবাদী মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
একাডেমিক শাটডাউন চলাকালে পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ।
এর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন চলমান রয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ‘আমাদের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৬ দিন ধরে চলমান আন্দোলন এখন এই অপেশাদার, মামলাবাজ ও অযোগ্য ভিসিের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। এই দাবি আদায়ে আমরা শিক্ষার্থীরা সংঘবদ্ধ ও আপোষহীন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ব্যতীত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো আমাদের দাবির প্রতি কোনো সাড়া পাওয়া যায়নি। দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই দাবি আদায়ের এই আপোষহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা সোমবার (১২ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছি।’
আন্দোলনকারী শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের কাছে আমাদের খোলা চিঠি পৌঁছে দিয়েছি। ভিসিের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বিজ্ঞাপন
বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় জানান, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খোলা চিঠি পেয়েছি। তাদের যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করেছি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ, যাঁকে শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই চান না, তাঁকে অনতিবিলম্বে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা দ্রুত সমাধান করুন।’
এদিকে রাতে অনুষ্ঠিত মশাল মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গ্রাউন্ড ফ্লোরে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সুজয় শুভ, ভূমিকা সরকার, রাকিন খান, ওয়াহিদুর রহমান, মোশাররফ হোসেন, নিশাত মালিহা ঐশী, শাহেদুর রহমান শাহেদ প্রমুখ।
প্রতিনিধি/একেবি

