গাজীপুরের কাশিমপুর ও তিন সড়ক এলাকায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে।
রোববার কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এছাড়া তিনসড়ক এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির ছাঁটাই করা শ্রমিকরা ১৪ মাসের বকেয়া টাকা পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড গেটে গিয়ে কারখানা ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। তবে ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল। রোববার তাদের কাজের রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় তারা কারখানা খুলে দেওয়াসহ, এপিএম হাসমতের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন।
![]()
বিজ্ঞাপন
এদিকে, স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির শ্রমিক আন্দোলন হলে ২০২৩ সালে তারা অনেক শ্রমিক ছাঁটাই করে। এসব শ্রমিকদের ১৪ মাসের বেতন পাওনা রয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মাসের ৭ তারিখ বকেয়া পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেন কর্তৃপক্ষ। শ্রমিকরা তিন দিন অপেক্ষা করে আজকে সকালে কারখানার সামনে যায়। এ সময় তাদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর থেকে তারা আন্দোলন করছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কাজের রেট, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, তিন সড়ক এলাকায় কারখানা দু’টির ২০২৩ সালে ছাঁটাই করা শ্রমিকরা তাদের পাওনার জন্য বিক্ষোভ করছেন। তাদের বেতন পাওয়ার অধিকার রয়েছে।
প্রতিনিধি/এসএস

