সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে যুবলীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে যুবলীগ সভাপতি গ্রেফতার

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

বারহাট্টায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোহেল আহমেদ বাহাদুর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর আহমেদের জ্যেষ্ঠ পুত্র। বাহাদুরের পরিবারের দাবি, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপন নয়, বাসায় ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর