সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ১৯২তম মানিক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
পা দিয়ে লিখে পড়াশোনা করা মানিক বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন।

হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান অধিকার করেছেন কুড়িগ্রামের মানিক রহমান। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর এবার হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৯২তম স্থান অর্জন করেন তিনি।

চলতি মাসে প্রকাশিত ফলাফলে মানিকের সাফল্যে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।


বিজ্ঞাপন


মানিক ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। গোল্ডেন জিপিএ-৫ সহ সাফল্য অর্জন করে পিএসসি এবং জেএসসি পরীক্ষাতেও তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবার প্রশংসা অর্জন করেছেন।

পা দিয়ে লিখে পড়াশোনা করা মানিক বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা আমাকে থামাতে পারেনি, আমি ভবিষ্যতে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।’

মানিকের বাবা মিজানুর রহমান ও মা মরিয়ম বেগম জানান, ‘আমরা কখনোই তাকে প্রতিবন্ধী হিসেবে মনে করিনি। তার কঠোর পরিশ্রম ও মনোবলের কারণে আজ সে সফলতার শিখরে পৌঁছেছে। আমরা সকলের কাছে দোয়া চাই যেন সে আরও বড় সফলতা অর্জন করতে পারে।’

স্থানীয়রা মানিককে নিয়ে গর্বিত এবং তার সফলতা আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর