মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লিচু গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

Death

ঝিনাইদহের শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে গিয়ে সাঈদ হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত সাঈদ হোসেন ওই গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে দিনমজুর সাঈদ হোসেনকে একই গ্রামের জাহিদ বিশ্বাস তার গাছের লিচু পাড়তে ডেকে নিয়ে যায়। গাছে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ এখন কুষ্টিয়াতে রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর