সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের অনুষ্ঠানে পানির গ্লাস আনতে গিয়ে ট্রাকচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

বিয়ের অনুষ্ঠানে পানির গ্লাস আনতে গিয়ে ট্রাকচাপায় যুবক নিহত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রণয় সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

চাচার বৌভাতের অনুষ্ঠানের জন্য স্থানীয় বাজারে পানির গ্লাস আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। এতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।


বিজ্ঞাপন


শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া মেলার মাঠের সামনে জামালপুর-কোলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রণয় সরকার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

হাফ ভাড়া নিয়ে বিতর্ক, গাজীপুরে শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা

প্রণয় সরকারের দাদা প্রদীপ সরকার জানান, আজ প্রণয়ের চাচা রমা প্রসাদের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস আনতে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় জামালপুর-কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রণয়। তার আকস্মিক মৃত্যুতে বিয়ে বাড়ির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে।


বিজ্ঞাপন


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রলি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর