মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাসেল হাওলাদার।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর