সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে শিবিরের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পঞ্চগড় 
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে শিবিরের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, পঞ্চগড় জেলা শাখা।

বুধবার (৭ মে) বিকেলে জেলা শহরের এমআর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, শহর জামায়াতের আমির জয়নাল আবেদীন, বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম এবং জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান।


বিজ্ঞাপন


বক্তারা এটিএম আজহারুল ইসলামকে নিরপরাধ উল্লেখ করে বলেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর অনেক রাজনৈতিক বন্দি মুক্তি পেলেও তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। বক্তারা বৃহস্পতিবারের মধ্যে তার মুক্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর