চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের মূল প্যান্ডেলে সরাসরি উপস্থিত না হয়েও শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন।
বুধবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি জানান, সমাবর্তনের দিন যারা আমন্ত্রণপত্র পাবেন না বা স্থান-সীমার কারণে মূল প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন না, তাদের কথা বিবেচনায় আমরা ক্যাম্পাসের শহীদ মিনার, জারুলতলা ও মেরিন সায়েন্স অনুষদের পাশে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিচ্ছি।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে কেন্দ্রীয় খেলার মাঠে, যেখানে প্রায় ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে প্রশাসনের ধারণা, ওই দিন ক্যাম্পাসে প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে। এজন্য মূল প্যান্ডেলের বাইরে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে এই বিকল্প আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, "সমাবর্তনের দিন প্রায় এক লাখ মানুষ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন বলে আমরা ধারণা করছি। এ জন্যই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।"
উল্লেখ্য, এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন - নোবেলজয়ী অর্থনীতিবিদ ও চবির প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। এর আগে চবিতে সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৪, ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এ সমাবর্তন ঘিরে গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

