মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসি ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

ওসি ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
দাইমুদ্দিন খলিফাকান্দি এলাকায় এক একর ২০ শতক জমির পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিক মনসুর আলী মনছুর

শরীয়তপুরের জাজিরায় এক অসহায় পরিবারের এক একর ২০ শতক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার ভাইদের বিরুদ্ধে। 

উপজেলার বিলাসপুর ইউনিয়নের দাইমুদ্দিন খলিফাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয় ও জাজিরা থানায় অভিযোগ না নেওয়ায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। 


বিজ্ঞাপন


জেলা প্রশাসক বরাবর ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাইমুদ্দিন খলিফাকান্দি এলাকায় এক একর ২০ শতক জমির পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিক মনসুর আলী মনছুর। জমিগুলো ১৯৮৬ সালে ওই এলাকার তোতা মিয়া চোকদারকে (৬০) চুক্তিতে (কটে) দেয় মনজু। কিন্তু চুক্তির (কট) মেয়াদ শেষ হওয়ার পরও তোতা মিয়া, তার ভাই ডেমরা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম (৪৯), রাজ্জাক চোকদার (৭০) সেই জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে একাধিকবার সালিশ হলেও মনছুর তার জমি ফেরত পাননি। 

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, জাজিরা বিলাশপুরের বাসিন্দা মাসহুদা বেগমের জমি এক পুলিশ সদস্য ও তার পরিবার জোরপূর্বক দখল করে রেখেছে বলে জানতে পেরেছি। পুলিশের কাছে অভিযোগটি এখনও আসেনি, অভিযোগ পেলে আমরা অনুসন্ধান করে দেখব। এখানে যদি পুলিশের বিরুদ্ধে জড়িত থাকার খবর পাওয়া যায়, অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, অভিযোগটি এখনও আমার হাতে এসে পৌছায়নি। ডাক ফাইলে থাকতে পারে। তদন্ত করে সত্যতা পেলে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর