সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজের ৪দিন পর হাওড় থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১০:৫১ এএম

শেয়ার করুন:

Dead body Recover

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় হাওড় থেকে জাহেরা খাতুন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১০টায় উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওড়ে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।


বিজ্ঞাপন


ওই তরুণী জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে। গত ৪ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যা

বুধবার (৭ মে) সকালে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুর রউফ বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। চারদিন ধরে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওড়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি। 

তিনি বলেন, ধারণা করছি ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রহস্য জানতে মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর