জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) রাত ৮টার দিকে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর ব্যানারে বের হওয়া মশাল মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
এর আাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ ও সংগঠক আবু জাফরসহ প্রমুখ।
এসময় বক্তারা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দেন।
প্রতিনিধি/এসএস

