সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাবনায় বজ্রপাতে বিশাল মেহগনি গাছ দ্বিখণ্ডিত

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

পাবনায় বজ্রপাতে বিশাল মেহগনি গাছ দ্বিখণ্ডিত
বজ্রপাতে এভাবেই দ্বিখণ্ডিত হয়ে ফাঁক হয়ে যায় বিশাল আকারের মেহগনিগাছটি।

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি বড় মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার সময় বৃষ্টির কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা কক্ষে অবস্থান করছিলেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দ শোনার পর বাইরে এসে দেখা যায়, বিশালাকৃতির মেহগনি গাছটি মাঝ বরাবর ফেটে গেছে। গাছটির কাণ্ডের প্রায় ২০ ফুট জুড়ে ফাটল সৃষ্টি হয়েছে, তবে এতে কোনো পোড়ার চিহ্ন নেই।

ঘটনার পর গাছটি দেখতে স্থানীয় মানুষজন ও শিক্ষার্থীরা ভিড় করেন। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

একজন স্থানীয় বাসিন্দা, মরিয়ম খাতুন, বলেন, ‘পাতা কুড়াতে কুড়াতে বৃষ্টি শুরু হলে আমি বারান্দায় আশ্রয় নিই। কিছুক্ষণ পর বজ্রপাত হয়। পরে এসে দেখি গাছটি ফেটে গেছে।’

pabna-3
বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া মেহগনিগাছ। মঙ্গলবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে।

কলেজের অধ্যক্ষ মো. আবদুল আউয়াল মিয়া বলেন, ‘এটি একটি গুরুতর ঘটনা। সৌভাগ্যবশত কেউ গাছের নিচে ছিল না। ভবিষ্যতে যেন দুর্ঘটনা না ঘটে, সেজন্য গাছটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর