সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমি নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে শিক্ষক সুজন সাহার মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

জমি নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে শিক্ষক সুজন সাহার মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামের এক উচ্চবিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুজন সাহার সঙ্গে তার চাচাতো ভাই ও প্রতিবেশী ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে পুনরায় ওই জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শান্তিরঞ্জন সাহার দোকানের কর্মচারী লোকমান হোসেন লাঠি দিয়ে সুজন সাহার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

এদিকে সুজন সাহার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সুজন সাহার পরিবারের লোকজন শান্তিরঞ্জন সাহার বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে মারধর করে গুরুতর আহত করেন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, ‘তাদের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ ছিল। ঝগড়ার একপর্যায়ে সুজন সাহাকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন এক সহকর্মীর মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।"

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর