সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাজু গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

Arrest

ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যায় তাকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রগুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি সিন্দুরপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

পুলিশ জানায়, মহিপালে গণ-অভ্যুত্থানে আহত এক ব্যক্তির দায়ের করা এজহারে শাহ জাহান সাজু আসামি ছিলেন। সোমবার সন্ধ্যায় তাকে শহরের একটি স্থান থেকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আহত এক ব্যক্তির দায়ের করা মামলায় শাহ জাহান সাজু এজহারভুক্ত আসামি। এছাড়াও গণ-অভ্যুত্থানের সময় মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন কিনা তা যাছাই বাছাই চলছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর