মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

BNP

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।


বিজ্ঞাপন


ভুক্তভোগী বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে বলেন, ১ বছর আগে বামনহাটা, ছাব্বিশা, বাগবাড়ীসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের কাছ থেকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেওয়ার কথা বলে অর্থ নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুকে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত দিতে বলি।

thumbnail_1000007896

এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায় ও চাঁদা দাবির অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করায় গত রোববার (৪ মে) আমার ছেলে প্রান্তের ওপর ফারুক বামনহাটা বাজারে হামলা চালিয়ে মারধর করে। এ সময় ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। তখন আমি ঘটনাস্থলে ছিলামই না।

আরও পড়ুন

টাঙ্গাইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন, পুকুরে মিলল মরদেহ

পৌর বিএনপির বিএনপির এই নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টো ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

টিউবওয়েল ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামের ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টো আরও অর্থ দাবি করে সে। পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সঙ্গে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের ভূঞাপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বিএনপি নেতা লাল মামুদ খাঁনের সংবাদ সম্মেলন।

প্রতিনিধি/এসএস​

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর