ফেনী জেলা যুবলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মজুমদারকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। সোমবার (৫ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে তাকে ফেনী শহরের সহদেবপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। হুমায়ুন ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোহাড়ুয়া গ্রামের মকবুল আহম্মদের ছেলে। জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদকের পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের সহদেবপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হুমায়নকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, হুমায়ুনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ মাসুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এফএ

