সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে আশা শিক্ষা কর্মসূচির অধীনে অভিভাবক সমাবেশ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে আশা শিক্ষা কর্মসূচির অধীনে অভিভাবক সমাবেশ

জয়পুরহাটে আশা শিক্ষা কর্মসূচির অধীনে আশা মাধাই নগর ব্রাঞ্চের মাধাই নগর উচ্চ বিদ্যালয়ে  নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস ও শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরের  মাধাই নগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন, আশার  সিনিয়র ড্রিস্ট্রিক্ট  ম্যানেজার বাবুলুর রশীদ, এরিয়া ম্যানেজার মাহফুজার রহমান, গাইবান্ধার পলাশবাড়ী  এডুকেশন অফিসার শরিফুল ইসলাম,  মাধাই নগর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এনামুল হক, আশা মাধাই নগর ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর হোসেনসহ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবক শিক্ষক /শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা কর্মসূচির লক্ষ্যই হলো শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। মাধ্যমিক পর্যায়ের অধ্যায়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাঠ আয়ত্ত করতে সহায়তা করা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুনগত মান-উন্নয়নে সহায়তা প্রদান করাই হচ্ছে আশা শিক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর