রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ নিলামে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় জেলে কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি সেগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। মাছ দুটি মোট ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ছিল, প্রতিটির ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম।
মো. শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার এই সাইজের ইলিশ অনেক দিন পর পেয়েছি। মাছ দুটি খুবই তাজা ও বড়। তাই চাহিদা বেশি থাকায় আমি ভালো দাম দিয়েই কিনেছি।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘নদীতে পানি কম থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন।’
প্রতিনিধি/একেবি

