ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত ধর্ষক শাহজাহান আলী ওরফে গেন্দুর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
সোমবার (৫ মে) সকালে সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজার চত্বরে এই মানববন্ধন শুরু হয়। পরে এটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে রাজারগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির নেতারা অংশ নেন।
বিজ্ঞাপন
![]()
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ও নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত এবং মাদক কারবারের মাধ্যমে সমাজ ধ্বংসে নিয়োজিত গেন্দুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, এই নরপিশাচের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং প্রতিবাদ চালিয়ে যাব।
বিজ্ঞাপন
![]()
এছাড়াও এলাকাবাসীর দাবি, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ বাড়বে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই তারা দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গতকাল রোববার সদর উপজেলার রাজারগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নদীভাঙ্গা) এলাকায় ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরীর বাবা বাদী হয়ে শাহজাহান আলী ওরফে গেন্দুর (৪৬) নামে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাহান আলীকে রোববার রাতে গ্রেফতার করেন।
প্রতিনিধি/এসএস

