মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

Lawyer

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)।

স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ দলীয় আসামিদের সঙ্গে মোটা অঙ্কের চুক্তিতে জামিনের ব্যবস্থা করাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তারা এই অনাস্থা প্রস্তাব দেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জেলা আইনজীবী সমিতির সদস্য ও আদালতের এপিপিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পিপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অনাস্থা প্রস্তাবটি  রোববার জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


অনাস্থা প্রস্তাবে অভিযোগ করা হয়, জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকেই আনিসুজ্জামান মোটা অঙ্কের  চুক্তি করে আওয়ামী লীগ দলীয় আসামিদের জামিনের ব্যবস্থা করে চলছেন। তিনি আড়ালে থেকে জুনিয়র ও বন্ধু আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করান। আদালতে আসামিদের বিরুদ্ধে শুনানি চলাকালে স্বৈরাচারের দোসরদের পক্ষের আইনজীবীকে জামিনের পক্ষে পরামর্শ দেন ও সহায়তা করেন।

এ ছাড়া তিনি গত ১ মে একটি মামলা দায়ের করার জন্য বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)  চাপ প্রয়োগ করেন  এবং মোবাইল ফোনে আপত্তিকর কথাবার্তা বলেন। এতে আইনজীবীদের মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পিপি আনিসুজ্জামানের আচার-আচরণ, কথাবার্তা আপত্তিকর। তিনি প্রায় সময় সিনিয়র আইনজীবীদের সম্পর্কে বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করেন। এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটরদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আনিসুজ্জামান পিপি তার পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিক অধিকার হারিয়েছেন বিধায় তাকে এই পদ থেকে অপসারণ দাবি করা হয়।

আরও পড়ুন

নবীনগরে খুনের সময় প্রেসক্লাব সম্পাদক ছিলেন জেলা সদরে,তবুও প্রধান আসামি

উল্লেখ্য, ১ মে একটি মামলা রেকর্ড না করায় জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের হোসেনকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে চাকরি ছেড়ে দিতে বলেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিসুজ্জামান।  এ –সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আদালতের এপিপি, পিপি ও জেলা আইনজীবী সমতির নেতারা জরুরি বৈঠক করেন।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজুয়ান বাবু ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম বলেন, ৪৯ জন সহকারী পিপির স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবটি গতকাল রোববার জেলা ও দায়রা জজ ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।

জেলাও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম সরোয়ার জাহান সিদ্দিকী বলেন, রোববার আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জেলা ও দায়রা জজের সঙ্গে সাক্ষাত করেন এবং পিপির বিরুদ্ধে আনীত লিখিত অনাস্থা প্রস্তাবটি পেশ করেন। 

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি আনিসুজ্জামান পিপি পদে দায়িত্বের পাশাপাশি বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর