সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনাজপুর শিক্ষা‌বো‌র্ডে এসএসসি পরীক্ষার ১১তম দিনে বহিষ্কার ৯

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

SSC Exam

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান পরীক্ষায় নয় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।


বিজ্ঞাপন


দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান পরীক্ষায় ১ লাখ ১ হাজার ৭১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধায় ৬ দিনাজপুরে ২ ও পঞ্চগ‌ড়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ০ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন

রাবির ‘সি’ ইউনিটে ৬১ পেয়েও ফেল!]

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ১৯১ জন, গাইবান্ধায় ১০৯, নীলফামারীতে ১১৯, কুড়িগ্রামে ১২১, লালমনিরহাটে ১০৩, দিনাজপুরে ১৯৩, ঠাকুরগাঁয়ে ৮৯ ও পঞ্চগড় জেলায় ৭৩ জন।

এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর