রাজশাহীর তানোরে এক প্রতিবন্ধী যুবককে ‘পাগল’ বলা নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় অন্তত চারজন আহত হন।
শনিবার (৩ মে) সন্ধ্যায় তানোর পৌরসভার গোকুল মথুরা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
বিজ্ঞাপন
আহত ব্যক্তিরা হলেন—মো. ইউসুফ আলী (৪৫), ইনসান আলী (৪১), আইয়ুব আলী (৩৫) এবং কাওছার আলী (৩৮)। তারা সবাই গোকুল মথুরা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ইউসুফ ও ইনসান আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আলমগীর হোসেন নামের এক প্রতিবন্ধী যুবক ধান আনার উদ্দেশ্যে মাথায় বস্তা নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের টিটু নামের একজন তাকে ‘পাগল’ বলে সম্বোধন করেন। এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে উঠলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। এরপর উত্তেজনা আরও বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে টিটুর পক্ষের বাবু, আলমাস, জনি ও রনি দেশীয় অস্ত্র, লাঠি ও শোটা নিয়ে মহড়া দেন এবং সন্ধ্যায় আলমগীরের চাচাতো ভাই ইউসুফ, ইনসান, আইয়ুব ও কাওছারের ওপর হামলা চালান। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তাদের মাথায় গুরুতর জখম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ওসি আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিয়মিত পুলিশ টহল দিচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীরা কোনো ছাড় পাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
প্রতিনিধি/একেবি

