দীর্ঘ নয় বছর প্রতীক্ষার পর আগামী বুধবার (১৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রাক্কলিত বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবদ আয় হয়েছে মাত্র ৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী জানান, আমরা রেজিস্ট্রেশন ফি থেকে এখন পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা সংগ্রহ করেছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এই খাতে কোনো বাজেট পাইনি।
সুপরিকল্পিত ও স্মরণীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে গঠন করা হয়েছে ১৯টি উপ-কমিটি। প্রতিটি উপ-কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি সফল হয়।
এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ১৯৯৪, ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে। তাই এবারের আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

