সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক বিক্রির সময় মা-ছেলে গ্রেফতার 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১০:১৬ এএম

শেয়ার করুন:

মাদক বিক্রির সময় মা-ছেলে গ্রেফতার 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদক বিক্রির সময় মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩ মে) সন্ধ্যায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন - ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু। 

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে শিরিন আক্তার ও তার ছেলে বাবু পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে সাদ্দামের মোড় যাওয়ার পথে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। সন্ধ্যায় একসঙ্গে মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৪ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর