সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টকার্ডে টিসিবির পণ্য পাবে প্রকৃত উপকারভোগীরা: খাদ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

স্মার্টকার্ডে টিসিবির পণ্য পাবে প্রকৃত উপকারভোগীরা: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।

শনিবার (৩ মে) বেলা ১১টায়  নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে। এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব।

তিনি বলেন, চালের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তবে দাম একদম পড়ে যাওয়া উচিত নয়, কারণ এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বোরোর সঙ্গে যদি অন্যান্য ফসলের উৎপাদনও ভালো হয়, তাহলে সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

দেশে গমের চাহিদা প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, আমাদের দেশে প্রতিবছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়, যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।**** 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর