মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগুনের সঙ্গে মুখীকচু চাষে লাভবান কৃষক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

বেগুনের সঙ্গে মুখীকচু চাষে লাভবান কৃষক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব রূপশংকর গ্রাম। এ গ্রামের বাসিন্দা কৃষক মো. তৈয়ব আলী। তার বাড়ির পাশে প্রায় ২০ শতকের জমি। এ জমি আবাদ করে তিনি ফ্রিপ প্রকল্পের আওতায় রোপণ করেন ললিতা জাতের বেগুন।

মাঠ পরিদর্শন গিয়ে কৃষক মো. তৈয়ব আলীর সঙ্গে কথা হয় উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীমের। তিনি ওই কৃষককে পরামর্শ দেন বেগুন গাছের ফাঁকে ফাঁকে মুখীকচুর বীজ রোপণের জন্য। 


বিজ্ঞাপন


পরামর্শ গ্রহণ করে বেগুন গাছের ফাঁকে ফাঁকে মুখীকচুর বীজ রোপণ করেন। কিছু দিন যেতেই মুখীকচুর গাছ গজায়। গাছে গাছে বেগুন ধরেছে। গাছ থেকে বেগুন সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে মুখীকচুর গাছ বড় হচ্ছে।

farmar

সরেজমিন গেলে এসব তথ্য জানিয়ে কৃষক মো. তৈয়ব আলী বলেন, বেগুনের সঙ্গে মুখীকচু এই প্রথম চাষ করেছি। এখানে উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীমের পরামর্শ গ্রহণ করে আমি উপকৃত হয়েছি। বাজারে প্রতিকেজি বেগুন ৪০ টাকায় বিক্রি করছি। এভাবে ২০ থেকে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করার আশা করছি। বেগুন বিক্রি শেষে গাছ উঠিয়ে ফেলার পর মুখীকচু থাকবে। মুখী কচু বিক্রি থেকেও ৩০ থেকে ৩৫ হাজার টাকা আসার সম্ভাবনা রয়েছে। এসব চাষে ৫ থেকে ৭ হাজার টাকা ব্যয় হয়েছে। এখানে ৫০ থেকে ৫৫ হাজার টাকা লাভ হবে বলে আশাবাদী।

তিনি বলেন, ফসলি জমি কমে যাচ্ছে। তাই একই জমিতে এক সঙ্গে একাধিক ফসল চাষ করা প্রয়োজন। এখন থেকে এভাবে ফসল চাষ করতে চাই। এভাবে চাষে লাভবান হওয়া সম্ভব। কারণ একটি ফসল ক্ষতি হলেও অন্য ফসল বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।


বিজ্ঞাপন


farmar_1

উপ-সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম বলেন, মাঠে পরিদর্শনে গেলে কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করি। সে অনুযায়ী কৃষকদেরকে পরামর্শ প্রদান করে থাকি। কৃষকরা আমার পরামর্শ সাদরে গ্রহণ করেন। পরে জমি আবাদ করে একই জমিতে একাধিক ফসল চাষ করেন। এভাবে চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছেন। এখানে কৃষক মো. তৈয়ব আলী ফ্রিপ প্রকল্পের আওতায় একই জমিতে ললিতা বেগুনের সঙ্গে মুখীকচু চাষ করে সফলতা পেয়েছেন। তার চাষাবাদ দেখে গ্রামের অন্যান্য কৃষকরাও এভাবে চাষাবাদ করতে আগ্রহী হয়েছেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর