সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাঁটার সময় কাঁপে বুক, এই বুঝি পড়ে যাব নদের জলে’

মো. হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

‘হাঁটার সময় কাঁপে বুক, এই বুঝি পড়ে যাব নদের জলে’

হাঁটার সময় কাঁপে বুক, এই বুঝি পাটাতন সরে পড়ে যাব নদের জলে। সাঁকো দিয়ে পারাপার হওয়া সব পথচারীদের কথা এটি।

নড়াইল সদর উপজেলার আফরা ও যশোরের বসুন্দিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা বুড়ি ভৈরব নদের ওপর শান্ত স্রোতের নদের বুকে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা সাঁকোর চিত্র এমনই।


বিজ্ঞাপন


দু’টি লোহা ও চৌদ্দটি কংক্রিটের পিলারের ওপর কাঠের পাটাতন পেতে বানানো হয়েছে সেটি। পাটাতনের বহু জায়গা ভেঙে পড়েছে নদীগর্ভে। সেখানে তৈরি হওয়া ফাঁক দিয়ে জলের রেখা দেখা যাচ্ছে। সাঁকোর দু’পাশে নেই কোনো রেলিং, ভারি কিছু উঠলেই কেঁপে ওঠে কাঠের সাঁকোয় থাকা পথচারীর বুক।

thumbnail_1000138228

স্থানীয়দের দাবি, সাঁকো মেরামত করলে কিছুদিন পরপর তা নষ্ট হয়ে যায়। আর সাঁকো দিয়ে বিপুল সংখ্যক মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। মানুষ হাঁটা গেলেও, বড় যানবাহন নিয়ে পার হওয়া যায় না। বৃষ্টির সময় সাঁকোর পাটাতন পিচ্ছিল হয়ে যায়, সংযোগ সড়কও কর্দমাক্ত থাকে, ফলে চলাচলে ভোগান্তি আরও বাড়ে। তাই সাঁকো নয় এখানে প্রয়োজন একটি সেতুর। কিন্তু বারবার বিভিন্ন মহলে এ দাবি তুললেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

thumbnail_1000138227


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ি ভৈরব নদের পূর্ব পাশে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আটটি এবং পশ্চিমে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের নানা প্রয়োজনে নদের একপার থেকে অন্য পারে যেতে হয়। একসময় নৌকা ছিল তাদের একমাত্র ভরসা। তবে এতে উভয় পারের স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এবং বিশেষ করে নদীর পশ্চিম পারে যশোরের নওয়াপাড়া ও বসুন্দিয়ায় শিল্পকারখানায় কাজ করা পূর্ব পারের শ্রমিকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো।

thumbnail_1000138224

এসব কথা চিন্তা করে ২০১২ সালে ওই নদের ওপর কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত একটি সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী। এরপর তারা বিভিন্ন সময় সাঁকোটির উন্নয়ন ও মেরামত করেছেন। তবে বর্তমানে এর অবস্থা এতটাই শোচনীয় যে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তবুও প্রয়োজনে বাধ্য হয়েই ভয়ে ভয়ে প্রতিদিন হাজারও মানুষের এই সাঁকো পার হতে হয়। সেতুর দুই পাশে বড় করে টাঙানো সাইনবোর্ডে লেখা, ‘মোটরসাইকেল চালিয়ে, বোঝাই ভ্যান এবং ট্রলি ও নসিমন পারাপার নিষেধ।’

thumbnail_1000138223

এদিকে সাইনবোর্ডের নিষেধাজ্ঞায় কি থামে জীবনের গতি? সরেজমিনে গিয়ে দেখা যায়, আফরা গ্রামের ইদ্রিস আলী মোটরসাইকেল ঠেলে এক পার থেকে অন্যপারে যাচ্ছিলেন তিনি। সেতুর এমন অবস্থার কথা জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, মোটরসাইকেল চালিয়ে আসা যায় না, ঠেলে আনতে হয়। উঠানো-নামানোতেও ঝুঁকি রয়েছে। একটা মোটরসাইকেল সেতুর ওপর থাকলে আরেকটা ওঠানো যায় না। দুইটা উঠালে নদীতে পড়ে যাওয়ার ভয় থাকে। ফলে একটা উঠলে, আরেকটাকে অপেক্ষায় থাকতে হয়।

thumbnail_1000138222

সাঁকোর পূর্বপাশের জেলে জয়দেব বিশ্বাস ঢাকা মেইলকে বলেন, এই ভাঙাচোরা সাঁকো দিয়ে বোঝাই ভ্যান নিয়ে চলাচল করা যায় না। তাই ঝুঁকি নিয়ে মাথায় ঝুড়িতে করে মাছ নিয়ে ওপারে যায় বিক্রি করতে। সেতু থাকলে কষ্ট করা লাগত না, ভ্যানে করে নিয়ে যেতাম।

thumbnail_1000138221

সাঁকোর পশ্চিম পারের বাসিন্দা বৃদ্ধ আক্কাস আলী ঢাকা মেইলকে বলেন, একসময় নৌকায় এই নদ পার হতে হতো। পরে এই সাঁকো করা হয়। এখন প্রতিদিন দেড় হাজারের মতো মানুষ এই সাঁকো পারাপার হয়। তবে চলাচলে ভোগান্তি অনেক।

thumbnail_1000138220

এ ব্যাপারে শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ ঢাকা মেইলকে বলেন, এই সাঁকোটি দিয়ে অনেক মানুষ চলাচল করে। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সাঁকো। এখানে নতুন একটি সেতু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে একটি সেতু হওয়া খুবই প্রয়োজন।

আরও পড়ুন

দশানী নদী থেকে পাল্টাপাল্টি বাঁধ অপসারণ, ফিরেছে পানি প্রবাহ, স্বস্তি

এ বিষয়ে নড়াইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু ঢাকা মেইলকে বলেন, নড়াইল জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওখানে একটি সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে জরিপের কাজ শেষ হয়েছে। ডিজাইনের কাজ চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর