মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচরে হোটেলের কক্ষে নারীর সঙ্গে শফিকুল ইসলাম পলাশ নামে এক ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। তিনি স্থানীয় সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

শুক্রবার (২ মে) রাতে ভিডিওটি নিজের দাবি করে পলাশ বলেন, একটি পক্ষ ভিডিওটি প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। বিষয়টি আমার দলের কেন্দ্রীয় দপ্তরকেও পাঠিয়েছে।


বিজ্ঞাপন


তিনি দাবি করেন, ভিডিওটি চার বছর আগের। সম্প্রতি সৈকত সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিত্বের প্রশ্নে কখনও আপস করি না।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতাদের এ ধরনের আচরণে অনেকে কলেজের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, নতুন গঠিত কমিটির অনেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম চরজব্বর থানায় সাধারণ ডায়েরি করে আইনের সহায়তা চেয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর