সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমানের দাবি

‘চার বছর এত কষ্ট করার পর সেই কষ্ট কোথায় গেল’

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ায়
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

‘চার বছর এত কষ্ট করার পর সেই কষ্ট কোথায় গেল’
ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক সমমানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচী। ছবি: ঢাকা মেইল

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমানের ডিগ্রিতে উন্নীত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার (৩ মে) দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বক্তারা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্নশিপও শেষ করেছেন তারা। শিক্ষার মান, কঠিন সিলেবাস ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা সত্ত্বেও এই কোর্সকে এখনও এইচএসসি সমমান ধরা হচ্ছে—যা অবিচার।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমা আক্তার বলেন, ‘চার বছর ধরে কঠোর পরিশ্রম করে আমরা যেখানে পৌঁছেছি, সেখানে আবার আমাদেরকে এইচএসসি সমমান বলা হচ্ছে। এটা আমাদের সঙ্গে চরম বৈষম্য।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজা সুলতানা বলেন, ‘যেখানে উচ্চশিক্ষার বিকল্প নেই বলা হচ্ছে, সেখানে আমাদের শিক্ষাকে কেন মূল্যায়ন করা হচ্ছে না?’

আন্দোলনে সংহতি প্রকাশ করে গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপু বলেন, ‘এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দ্রুত সমস্যার সমাধান দাবি করছি।’


বিজ্ঞাপন


কর্মসূচিতে নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর