সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ভাঙারির গুদামে আগুন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ভাঙারির গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় একটি ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা পাশের একটি স্কুল ও বাজার এলাকার কিছু দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ মে) সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


494357918_2336520063446833_6710498340820595634_n

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের মালিকানাধীন কারখানার বর্জিত ভাঙারি ও অন্যান্য সামগ্রী ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন

দুই পুলিশকে হাতুড়িপেটা করে আসামির পালানোর চেষ্টা

আগুনে পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


494361512_3971898846417852_619821067899145867_n

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে ভাঙারি দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর