র্যালি, আলোচনা সভাসহ নানান আয়োজনে ঝিনাইদহে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এ স্লোগানে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংস্থা নানান কর্মসূচির আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা শ্রমিক দল। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শ্রম সংস্থা ও সংগঠনগুলো স্বউদ্যোগে নানান কর্মসূচি হাতে নিয়েছে। বনভোজন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে জেলায় মহান মে দিবস পালিত হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ

