মানিকগঞ্জে নাতনিকে ইভটিজিং করার প্রতিবাদ করায় নানা আজগরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (৩০ এপ্রিল) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার আজগরকে মৃত ঘোষণা করেন।
নিহত আজগর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন মুদি দোকানদার।
স্থানীয়রা জানান, আজগরের নাতনিকে আলামিন নামের এক ছেলে রাস্তায় ইভটিজিং করতেন। সে কারণে আজগর সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ এ ব্যাপারে তদন্ত করতে যান। পুলিশ যাওয়ার পরে সন্ধ্যার দিকে আলামিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আজগরকে দোকান থেকে বের করে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

