ফেনীতে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওমর ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাই ফারুক কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পূর্ব গোবিন্দপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা, ধর্ষণ, লুটপাট, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি বিগত সময়ে প্রবাসে ছিলেন। গণ-অভ্যুত্থানের পর দেশে ফিরে পূর্বের মতো সন্ত্রাসী চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছিলেন।
ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা জানান, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে ইরা কোম্পানির বালু লুটের ঘটনায় তথ্যবহুল খবর প্রকাশ করে দৈনিক ইনকিলাব। খবর প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ২৬ ফেব্রুয়ারি কালিদহ ইউনিয়নের সিলোনিয়া মাদরাসার সামনে দৈনিক ইনকিলাবের সাংবাদিক ওমর ফারুকের ওপর জামাই ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় জামাই ফারুককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানা মামলা দায়ের করেন সাংবাদিক ফারুক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে লালপোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি জামাই ফারুককে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ সামছুজ্জামান বলেন, জামাই ফারুকের নামে কয়টি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি

