সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোবিপ্রবি ক্যাম্পাসে প্রক্টরের শাস্তির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

গোবিপ্রবি ক্যাম্পাসে প্রক্টরের শাস্তির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের প্রধানকে হেনস্তার অভিযোগে বিক্ষোভ করেছেন একই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবের শাস্তির দাবিও জানান তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় প্রক্টরের শাস্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দিলে রাত ৯টার দিকে আন্দোলন তুলে নেন তারা।

তবে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের বিভাগীয় প্রধান ডা. হুর-ই-জান্নাত জ্যোতির বিরুদ্ধে পরীক্ষার মার্ক টেম্পারিং, প্রশ্ন ফাঁস ও কতিপয় শিক্ষার্থীদের সুবিধা দেওয়াসহ নানা অনিয়মের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করানোর অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর