সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও অস্ত্রসহ গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও অস্ত্রসহ গ্রেফতার ৭

মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোডে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩ ভরি স্বর্ণ, নগদ ছয় লাখ ৯ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে শেরপুর বাজার ঈদগাহ রোডের বাসিন্দা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়িতে হামলা চালায় পাঁচ সদস্যের একটি ডাকাত দল। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে ২৩ ভরি স্বর্ণালংকার, ছয় লাখ ৯ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় তারা।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে লুট করা স্বর্ণ, নগদ টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বাড়ি মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আরও একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


এ সময় আরও উপস্থিত ছিলেন - সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর